প্রাথমিক শিক্ষক পরীক্ষার জন্য জন্য গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন || Imporatant general science M.C.Q for Job.

 

০১.  C.N.G দ্বারা কী বোঝায়

            রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস          অপরিশোধিত পেট্টে্রালিয়াম 

            একধরনের শিশা                  অতি প্রাকৃত গ্যাস

 

০২.      দুধের বং সাদ হয় কেন?

            প্রোটিনের জন্য    ফ্যাটের জন্য            মিনারেলের জন্য    কার্বোহাইড্রোটের জন্য

 

০৩.      কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?        

            থাইরক্সিন  ফাইরক্সিন    অ্যাডরেনালিন         গ্যাস্টিন

 

০৪.      অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন—í    

            ডারউইন     মার্কনী         লুইপাস্তর   আলেকজান্ডার

 

 

০৬.      বাংলাদেশ তার টেলিফোন  বোর্ডের বর্তমান নাম কী?

            .  BTTB        . BTTC          . BTRC          BTCL

 

০৭.      নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?

            বিজয়        সুলেখা         সুতনী          রূপসা

 

০৮.      গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউজ গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম?  í

            নাইট্্রাস   সি এফ  সি মিথেন         কার্বন ডাইঅক্সাইড

 

০৯.      কমার্স কী?

            নতুন বাজরজাতকরণ পদ্ধতি     পরিবহণ ব্যবস্থা 

            প্রেষাণাদানের নতুন পদ্ধতি  বাণিজ্যিক ব্যাংকিং

 

১০.       বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

            কম হয়       বেশি হয়      খুব কম হয়  একই হয়

 

১১.       কম্পিউটারে কাজে গতি কী দ্বারা প্রকাশ করা হয়? í    

            মিনিট         ন্যানো সেকেন্ড        সেকেন্ড     ঘন্টা

 

১২.       সবচেয়ে বড় ঘাস কোনটি?       

            .  শিমগাছ     লাইগাছ       বটগাছ         বাঁশ

 

১৩.      স্বরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে?    

 ম্যানেসিয়ামসালফার        কপারঅ্যালুমিনিয়াম  আয়রনজিংক  কার্বনেটম্যাঙ্গানিজ

 

১৪.       উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?          

            নাইট্টোজেনের     ফসফরাসের            অক্সিজেনের            পটাশিয়ামের

 

উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিসবলা হয়। নাইট্রোজেনের (N2) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটেফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান।

 

১৫.      হেপাটাইসিস ‘বি’ ভাইরাস শরীরের কোথায় আক্রমন করে?     

            .  ফুসফুসে    হৃদপিণ্ড       যকৃত          অগ্ন্যাশয়

 

১৬.      কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবার্ধিক হয়?   

            .  000

            . 40

            . 1000

            . 10000

 

১৭.       পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?    

            রবার্ট হুক     টমাস এডিসন          আলেকজেন্ডার ফ্লেমিং  জেমস্ ওয়াট

 

১৮.      মহাশূন্য থেকে পৃথিবীর আগত রশ্মির কণাকে কী বলে?

            আলফা রশ্মি           বিটা রশ্মি     কস্মিক রশ্মি          গামা রশ্মি

 

১৯.       মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়—     

            ৩০ বছর      ১৮ বছর       ২৪ বছর     ১৬ বছর  

 

২০.      ল্যাপটপ কি? — এক ধরনের ছোট কম্পিউটার। 

 

২১.       এক্সরে আবিষ্কার করেন কে? — ডব্লিউ কে রন্টজেন।

 

২২.      ইনসুলিন কি? — মানুষের রক্তে ­ুকোজের নিঃসরণ নিয়ন্ত্রণকারী হরমোন। 

 

২৩.      ্যাক্টিফাইড স্পিরিট কি? — ৯৫.ইথানল  .পানির সমস্ফুটন হরমোন। 

 

২৪.      মানবদেহের সবচেয়ে বড় হারের নাম কি? — ফিমার। 

 

২৫.      তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়া কোনটি

            পরিবহন      পরিচলন      বিকিরণ     এর কোনটিই নয় 

 

২৬.       নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

            রূপা           তামা            সোনা           কার্বন 

 

২৭.      নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

            ক্যালসিয়াম কার্বনেট       সোডিয়াম ক্লোরাইড             চিনি সালফিউরিক এসিড 

 

২৮.      নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

            লোহায় মরিচা ধরা                        তাপ দ্বারা মোম গলানো

            বরফ গলে পানি হওয়া                     লবণ পানিতে দ্রবীভূত হওয়া 

 

২৯.      চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?

            মাইকেল কলিন্স      ইউরি গ্যাগারিন        নীল আর্মস্ট্রং         এডুইন অলড্রিন 

 

৩০.      খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগে­াবিন তৈরিতে সাহায্য করে?

            আমিষ       শর্করা          স্নেহ             ভিটামিন

 

৩১.      প্রোটিনের মূল উপাদান কী?

            অক্সিজেন   নাইট্রোজেন          হাইড্রোজেন             কার্বন 

 

৩২.      এইচআইভি কী?

            ব্যাকটেরিয়া             সায়ানো ব্যাকটেরিয়া            ভাইরাস     ছত্রাক 

 

৩৩.      এইডস সংক্রমণের জন্য ঝঁুকিপূর্ণ কারা?

            অল্পবয়সী ছেলেমেয়েরা  অল্পবয়সী মেয়েরা    অল্পবয়সী ছেলেরা    বৃদ্ধবৃদ্ধারা 

৩৪.      কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?

            ভিটামিন ‘বি’           ভিটামিন ‘সি           ভিটামিন ‘ডি’        ভিটামিন ‘কে’ 

 

৩৫.      ‘মিষ্টি কুমড়া’ কোন ধরনের খাদ্য?

            শ্বেতসার     আমিষ         স্নেহ জাতীয়             ভিটামিন 

 

৩৬।     দেহের ক্ষয়পূরণ  বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?

            শ্বেতসার     আমিষ        স্নেহ             খনিজ লবণ 

 

৩৭।     ‘মঙ্গল’ গ্রহের কয়টি উপগ্রহ আছে?

            ২টি            ৩টি  ৪টি  কোনো উপগ্রহ নাই 

মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুইটি। এগুলির নাম হলো ফোবোস  ডিমোস

 

৩৮।     বাংলাদেশ সরকার কবে ‘পলিথিন ব্যবহার নিষিদ্ধ’ আইন প্রণয়ন করে?

            ১৯৯৮ সালে            ২০০০ সালে             ২০০২ সালে           ২০০৪ সালে 

 

৩৯।     কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

            দস্তা            সীসা            লোহা           পারদ

 

৪০।     পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয়

            সোডা ওয়াটার      মিল্ক অব লাইম        ওয়াটার গ্যাস           মার্ক পারহাইড্রল 

 

৪১।      ‘হার্ডডিস্ক’ মাপার একক হল

            মেগাবাইট   গিগাবাইট  কিলোবাইট  টেরাবাইট 

 

৪২।     বহুমুত্র রোগে কোন হরমোনের দরকার হয়?

            এনড্রোজেন            এস্ট্রোজেন   ইনসুলিন    থাইরক্সিন    

 

৪৩।     পরিবেশের ভারসম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? í

            ১৮ ভাগ      ২২ ভাগ       ২৫ ভাগ       ২৯ ভাগ 

 

৪৪।     আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?

            % %  

 

৪৫।     পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় নাকারণ — í

            পেট্রোলের সাথে পানি মিশে না        পেট্রোল পানির সাথে মিশে না 

            পেট্রোল পানির চেয়ে হালকা               উভয়ই ঠিক 

 

৪৬।     আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম

            ধ্রব নক্ষত্র    লুদ্ধক         সুরনদী        প্রঙ্মিা সেন্টারাই 

Exp. লুব্ধক (ইংরেজি নাম: Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিসনামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা।

 

৪৭।     চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে  জিনিসের ওজনের

             ভাগের  ভাগ   চেয়ে কম     চেয়ি বেশি    সমান 

 

৪৮।     সুমাত্রা দ্বীপটি অবস্থিত

            বঙ্গোপসাগরে          আরব সাগরে           ভারত মহাসাগরে  প্রশান্ত মহাসাগরে 

 

৪৯।     গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০° পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে—í

            শনিবার রাত্রি ১২টা  শনিবার সন্ধ্যা ৬টা    রবিবার সন্ধ্যা ৬টা    রবিবার দুপুর ১২টা 

৫০।     ‘সি এফ সি’ কি ক্ষতি করে

            বায়ুর তাপ বৃদ্ধি করে                       ওজোন স্তর ধ্বংস করে 

            এসিড বৃষ্টিপাত ঘটায়                       রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে 

 

৫১।      নিচের কোন উক্তিটি সঠিক?

            বায়ু একটি মিশ্র পদার্থ                  বায়ু একটি যৌগিক পদার্থ 

            বায়ু একটি মৌলিক পদার্থ    বায়ু বলতে অক্সিজেন  নাইট্রোজেনকেই বুঝায় 

 

৫২।      দেহকোনের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন — ————— প্রোটিন  

 

৫৩।     পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে — একই থাকে। 

 

৫৪।     শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? í

            পাথর          কাঠ             পালক           সবকটি একসঙ্গে

 

৫৫।     ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে ————— সিসমোগ্রাফ

 

অ্যামমিটার

বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র

অডিওমিটার

শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র

ব্যারোমিটার

বায়ুচাপ পরিমাপের যন্ত্র

অ্যানিমোমিটার

বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র

ফ্যাদোমিটার

সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র

স্ফিগমোম্যানোমিটার

রক্তচাপ নির্ণায়ক যন্ত্র

অল্টিমিটার

 উচ্চতা পরিমাপের যন্ত্র

ডিউরোমিটার

যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র

হাইড্রোমিটার

আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র

হাইগ্রোমিটার

বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র

ল্যাকটোমিটার

দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র

লাক্সমিটার

দীপন পরিমাপের যন্ত্র

ম্যানোমিটার

গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র

ওডোমিটার

অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র

সিসমোগ্রাফ

ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র

 

 

৫৬।     সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগ — ২৫ দিন। 

 

৫৭।     দক্ষিণ গোলার্ধে  সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় — ২১ জুন। 

 

৫৮।     পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় — ২১ মার্চ  ২৩ সেপ্টেম্বর। 

 

৫৯।     ‘ম্যাকমোহন’ লাইন কোন কোন দেশের অবিভক্তি রেখা — ————— ভারত  চীন। 

 

৬০। এন্টোমোলোজী’ হচ্ছে — —————— কীটপতঙ্গ বিদ্যা।

 

৬১।      কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে — ভিটামিন কে। 

 

৬২।     কোন রক্ত গ্রপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় —————— এবি

 

 

0 Comments